Wellcome to National Portal

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

                       সেবার বিবরণ ও প্রদানের সময়সীমা

 

ক্রমিক নং

সেবাসমূহ

সেবা গ্রহনকারী ( ক্লায়েন্ট)

সেবা প্রদানের সময়সীমা

১.

মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণকে পুষ্টি যোগানের সহায়তা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা

অফিস সময়ে

২.

মৎস্য চাষ বিষয়ক বিষয় ভি&&ত্তক প্রশিক্ষণ/ মত বিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা

অফিস সময়ে

৩.

অফিসে আগত মৎস্যচাষীদের মৎস্য চাষ বিষয়ক  পরামর্শ সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা

অফিস সময়ে

৪.

মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে ব্যক্তি/ প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা

অফিস সময়ে

৫.

মৎস্য চাষের আধূনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগনকে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা/ মৎস্যজীবি

অফিস সময়ে

৬.

বাণিজ্যিক ভিত্তিতে জনগণকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরী সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা/ মৎস্যজীবি

অফিস সময়ে

৭.

দেশী প্রজাতির মৎস্য সংরক্ষণ ও  সম্প্রসারণে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা/ মৎস্যজীবি

অফিস সময়ে

৮.

মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র/ ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় পরামর্শ সহায়তা সেবা প্রদান।

অবতরন কেন্দ্র/ উদ্যোক্তা/ জনগণ

অফিস সময়ে

৯.

জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা/ জনগণ

অফিস সময়ে

 

 

 

উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর/সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর হতে FAQ সংগ্রহের নমুনা ছক

 

উপজেলার নাম ঃ গাইবান্ধা সদর, গাইবান্ধা।

    জেলার নাম ঃ গাইবান্ধা।

 

ক্রমিক নং

মৎস্য চাষীর সমস্যা ও চাষী কর্তৃক প্রশ্ন

সম্ভাব্য উত্তর

১.

নতুন করে মাছ চাষের কৌশল সম্পর্কে জানতে চায়।

মজুদ পুর্ব,মজুদ কালিন এবং মজুদ পরবর্তী করনীয় কাজ সঠিকভাবে সঠিক সময়ে করা ।

২.

মাছ বাড়ে না কেন জানতে চায়।

পুকুর প্রস্ত্তুতি না করা, জাত ও মান সস্মত  এবং সঠিক সাইজের পোনা মজুদ না করা, পোনার ঘনত্ব বেশী হওয়া, পানির গভিরতা নিয়ন্ত্রনে না রাখা, মান সম্মত খাদ্য ও সার নিয়মিত প্রয়োগ না করা, পানির গুনাগুন ঠিক না রাখা। 

৩.

ভাল জাতের মাছের পোনার সন্ধান কিভাবে পাব ।

বিস্বস্ত পোনা উৎপাদনকারীর নিকট থেকে অথবা সরকারী খামার থেকে।

৪.

অতিদ্রত পুকুরের পানি কমলে কি করা উচিৎ ।

বেশী বেশী করে জৈব সার প্রয়োগ এবং এটেল  মাটির আস্তর দেওয়া।

৫.

মৎস্য চাষের ঋন কোথায় এবং কিভাবে পাওয়া যাবে ।

তপসিল ভুক্ত যে কোন ব্যাংক অথবা মৎস্য অফিস থেকে।

৬.

দ্রত মাছ বৃদ্ধি করার পদ্ধতি কি ?

পুকুর প্রস্ত্তুতি  করা, জাত ও মান সস্মত  এবং সঠিক সাইজের পোনা মজুদ করা, পোনার ঘনত্ব , পানির গভিরতা নিয়ন্ত্রনে  রাখা, মান সম্মত খাদ্য ও সার নিয়মিত প্রয়োগ  করা, পানির গুনাগুন ঠিক রাখা। 

৭.

কি কি মাছ চাষ কররে ভাল ফল পাওয়া যায়।

সঠিক পরিচর্যায়  সব মাছের ফলন ভাল পাওয়া যায়।

৮.

পানিতে সবুজ স্বর পরলে কি করা উচিৎ ।

তুলে ফেলা, চুন প্রয়োগ করা, তুতে প্রয়োগ করা।

৯.

পানিতে লাল স্বর পরলে কি করা উচিৎ ।

তুলে ফেলা, চুন প্রয়োগ করা, তুতে প্রয়োগ করা, ইউরিয়া সার স্প্রে করা।

১০.

মাছ ভেসে উঠে খাবি খায় এর কারন কি ?

পানির পরিবেশ ঠিক না থাকলে, অক্সিজেনের ঘাততি হলে, আবর্জনা লতাপাতা পচে তলায় জমা হলে, মজুদ ঘনত্ব বেশী হলে, প্রাকৃতিক খাদ্য না থাকলে, একাদিক্রমে কয়েক দিন সুর্যের আলো না পরলে, অবিরাম বৃষ্টি পরলে , অ্যামোনিয়া গ্যাস বেড়ে গেলে, ইত্যাদি কারনে।

১১.

মাছে ঘা রোগ হয় কেন ?

সঠিক পুকুর প্রস্ত্তত না হলে, মাছের ঘনত্ব বেশী হলে, জীবানু যুক্ত পানিপ্রবেশ করলে, সঠিক সময়ে পরিমান মত চুন প্রয়োগ না করলে, খাদ্য ঘাততি হলে।

পরিবেশ দূষিত হলে।

১২.

সিলভার কার্পের শরিরের আইশ উঠে যায় কেন ?

 চান্দা মাছের আধিক্য বেশী হলে। করোলাক্স প্রয়োগের পরামর্শ প্রদান।

১৩.

কি কাজ করলে মাছের ভাল ফলন পাওয়া যায়।

সঠিক নিয়ম কানুন জেনে এবং মেনে মাছ চাষ করলে মাছের ফলন ভাল হয়।

১৪.

মনোসেক্স তেলাপিয়া চাষ সম্পর্কে জানতে চায়।

মনোসেক্স চাষের নিয়ম সম্পর্কে পরামর্শ প্রদান

১৫.

ঘোলাত্ব দুরিকরন।

চুন প্রয়োগের পরামর্শ পদান

১৬.

শিং ও মাগুর মাছের পোনা প্রাপ্তি স্থান।

প্রাপ্তী স্থান সম্পর্কে অবগত করানো

১৭.

মাছের ঘা হলে কি করনীয়।

এন্টিবায়োটিকের ভ্যবহার,চুন,লবন ইত্যাদি প্রয়োগের পরাসর্শ প্রদান

১৮.

 রেনু  চাষের নিয়ম

রেনু  চাষের নিয়ম সম্পর্কে পরামর্শ প্রদান

১৯.

পুকুরে ক্ষতিকারক মাছ দুরীকরন

পুকুর সেচে, বিষ প্রয়োগ করে এবং জাল টেনে ক্ষতিকারক মাছ দুরীকরন এর পরামর্শ প্রদান

    

মা ইলিশ রক্ষা অভিযান-২০২৩


মৎস্য অভয়াশ্রম মেরামত

বিল নার্সারী কার্যক্রম


রাজস্ব প্রশিক্ষণ কার্যক্রম